ডলারের বিপরীতে রেকর্ড পরিমাণে কমেছে ব্রিটিশ পাউন্ডের দাম। ফলে ব্রিটেনে তরতর করে বাড়ছে মুদ্রাস্ফীতি। আর এই মুদ্রাস্ফীতির লাগাম টানতে সুদের হার বাড়াতে কোনো দ্বিধা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ব্যাংক ‘ব্যাংক অব ইংল্যান্ড।’
ব্যাংকটি জানিয়েছে, পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষ করা হচ্ছে এবং নভেম্বরের মধ্যেই যেকোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এশিয়ার মুদ্রা বাজারে মঙ্গলবার পাউন্ডের দাম অবশ্য ১ শতাংশ বেড়েছে। সেই হিসেবে ১ পাউন্ড সমান ১.০৮ ডলার।
সোমবার মার্কিন ডলারের তুলনায় পাউন্ডের দাম ছিল সবচেয়ে কম। এক পাউন্ডের দাম ছিল ১.০৭৩ ডলার।
লিজ ট্রাস সরকার মিনিবাজেটের ঘোষণা করেছে। সেখানে ব্যাপক হারে কর ছাঁটাই করা হবে বলেও জানানো হয়েছে। তারপরেই পাউন্ডের দাম কমেছে।