English

19 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় চার কৃষকের মৃত্যু

- Advertisements -

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গে চার কৃষকের মৃত্যু হয়েছে। ইজিবাইকে করে তারা ফসল নিয়ে কিষাণমান্ডিতে বিক্রি করতে যাচ্ছিলেন। সে সময় পেছন থেকে একটি লরি ইজিবাইকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তিন কৃষকের। এছাড়া হাসপাতালে নেওয়ার পর আরও এক কৃষককে মৃত ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গের মালদা জেলার গাজোল থানার শ্যামনগর এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ইজিবাইকে করে মালদার গৌরাঙ্গপুর থেকে কিষাণমান্ডিতে চাষের ফসল বিক্রি করতে যাচ্ছিলেন তারা। কিন্তু প্রবল বেগে আসা মালদহগামী একটি লরির কারণে প্রাণ হারান চার কৃষক। লরিটি পেছন থেকে এত জোরে ধাক্কা মেরেছে যে, ইজিবাইকটি একেবারে দুমড়ে-মুছে গেছে।

ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা চার কৃষকের মধ্যে তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুইজনকে স্থানীয় গাজোল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আহতদের মধ্যে এক কৃষকে মৃত ঘোষণা করেন। অপর আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে লরির চালককে আটক করেছে পুলিশ। এছাড়া লরিটিও জব্দ করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সাধারণত ইজি বাইকে করেই কৃষকরা তাদের ফসল নিয়ে কিষাণমান্ডিতে বিক্রি করতে যান। এই দুর্ঘটনার সময়ও চার থেকে পাঁচজন কৃষক ইজিবাইকে করে কিষাণমান্ডিতে যাচ্ছিলেন। ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আরও জানিয়েছেন, লরির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এটি ইজিবাইকে সজোরে ধাক্কা মারে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিভিন্ন ধরনের সচেতনামূলক সেভ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে রাজ্যের পুলিশ প্রশাসনের উদ্যোগের শেষ নেই। কিন্তু তারপরেও বারবার বিভিন্ন দুর্ঘটনার ফলে প্রতিনিয়ত মৃত্যুর ঘটনা সামনে আসছে। এত সচেতনামূলক পোস্ট থাকার পরও কেন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেই চলছে সেই প্রশ্ন থেকেই যায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন