নেপালে গত কয়েকদিনের ভারী বর্ষণে ব্যাপক বন্যা এবং ভূমিধসে মারা গেছেন ১৬ জনের। এছাড়া এ ঘটনায় এখনো ২২ জন নিখোঁজ রয়েছেন। গত ১৩ জুন থেকে আজ শনিবার পর্যন্ত এসব প্রাণহানি হয়েছে।
জানা গেছে, হিমালয় কন্যা খ্যাত নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্ধ ডজনের বেশি শহরে প্রবল বৃষ্টিপাত রেকর্ড করেছে। এতে শনিবার সকাল পর্যন্ত বন্যা এবং ভূমিধসে সিন্ধুপালচক, মানাং, লামজং, মায়াগদি, মুস্তং, পালপা, কালিকোট, জুমলা, দাইলেখ, বাজুরা ও বাজহং জেলায় প্রাণহানি এবং সবচেয়ে বেশি অবকাঠোমো ক্ষয়ক্ষতি রেকর্ড করা হয়েছে।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনকরাজ দহল জানান, অবকাঠামো এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির তথ্য এখনো পুরোপুরি পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি, উদ্ধার এবং ত্রাণ তৎপরতা চালাচ্ছে সরকার। গত রবিবার থেকে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু এবং ২২ জনের নিখোঁজের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১১ জন।