English

17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

নিরপেক্ষ-স্বচ্ছ নির্বাচন চাই, কারও সমর্থন প্রয়োজন নেই: ইমরান খান

- Advertisements -

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান আবারও নির্বাচন নিয়ে কথা বলেছেন। রোববার (৮ জানুয়ারি) তিনি বলেছেন, কারও সমর্থনের প্রয়োজন নেই, দেশে নিরপেক্ষ-স্বচ্ছ নির্বাচন চাই। খবর জিও নিউজের।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী করাচিতে অনুষ্ঠিত দলের নারী সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে এমন দাবি জানান।

গত বছরের এপ্রিলে ক্ষমতা থেকে উৎখাত হওয়া ইমরান খান দেশের অর্থনৈতিক অবস্থা নিয়েও কথা বলেন। সংকটের প্রধান সমাধান হিসেবে স্বচ্ছ নির্বাচন পরিচালনার আহ্বান জানান তিনি।

কেন্দ্রে ক্ষমতাসীন জোটের অযোগ্যতার নিন্দা করে ইমরান খান বলেন, স্বচ্ছ নির্বাচনের পর সংস্কার দরকার। পিডিএমের (পাকিস্তান গণতান্ত্রিক মুভমেন্ট) এই অযোগ্য নেতারা সংস্কার প্রবর্তন করতে পারে না বলেও জানান তিনি।

সম্প্রতি আগাম নির্বাচনের দাবিতে লংমার্চ করতে গিয়ে গুলিবিদ্ধ হন ইমরান খান। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলে একটি লংমার্চে নেতৃত্ব দেওয়ার সময় তার গাড়িবহরে গুলির ঘটনা ঘটে। এসময় ইমরানের পায়ে গুলি লাগে। যদিও এখন তিনি সুস্থ।

এদিকে ইমরান খানকে ‘আপাতত’ নির্বাচনের অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। এর বিরুদ্ধেও লড়াই করে যাচ্ছেন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন