ইউক্রেনে যুদ্ধের জন্য নেওয়া হাজারো রুশ সেনাকে যখন উপযুক্ত নয় বলে ফিরিয়ে দেওয়া হলো, তখনই চেচেন নেতা রমজান কাদিরভ নিজের তিন কিশোর ছেলেকে যুদ্ধে পাঠানোর ঘোষণা দিয়েছেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এই মিত্র স্থানীয় সময় সোমবার এ ঘোষণা দেন। রমজান কাদিরভ জানান, তিনি তার ১৪, ১৫ এবং ১৬ বছর বয়সী তিন ছেলেকে ইউক্রেনে যুদ্ধ করতে পাঠাবেন।
সোশ্যাল মিডিয়া টেলিগ্রামে নিজ ছেলেদের যুদ্ধের যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি আরও জানান, তাদের সত্যিকারের লড়াইয়ে নিজেদের প্রমাণের সময় এসেছে, এ ইচ্ছাকে স্বাগত জানাতে পারি।
ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুশীলনে অংশ নেওয়া পুত্রদের নিয়ে কাদিরভ বলেন, শিগগিরই তারা যুদ্ধের ফ্রন্ট লাইনে যাবে এবং যুদ্ধের সবচেয়ে কঠিন বিভাগ যোগাযোগ লাইনের সামনের অংশেই থাকবে।