English

20 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

নারীদের সুরক্ষায় চীনে নতুন আইন পাস

- Advertisements -

লিঙ্গ বৈষম্য ও যৌন হয়রানি থেকে নারীদের অধিকতর সুরক্ষা দিতে আইন পাস করেছে চীন। এর আগে ব্যাপক যাচাই-বাছাই করে আইনটি শীর্ষ আইনসভায় উপস্থাপন করা হয়। রোববার (৩০ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩০ বছরের মধ্যে এই প্রথম চীনে নারীদের সুরক্ষায় আইনে পরিবর্তন আনা হলো। ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটিতে ‘নারী অধিকার ও স্বার্থ সংরক্ষণ আইন’ শিরোনামে বিলটি পেশ করা হয়। এনপিসি ঘোষণা করেছে যে, আইনটি পাসের পর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এনপিসি ওয়েবসাইটে জানিয়েছে, আইনটি কী ধরনের হওয়া ‍উচিত তার জন্য কয়েক হাজার লোক পরামর্শ পাঠিয়েছিল।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আইনটি দরিদ্র, বয়স্ক ও প্রতিবন্ধী নারীদের মতো সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলোর অধিকার ও স্বার্থ সুরক্ষাকে শক্তিশালী করবে।

সিনহুয়ার তথ্য অনুযায়ী, নারীর শ্রম ও সামাজিক নিরাপত্তা অধিকার ও স্বার্থ লঙ্ঘন হলে নিয়োগকর্তাদের জবাবদিহি করতে হবে। তাছাড়া পাচার ও অপহৃত নারীদের উদ্ধারে বাধা দিলে অপরাধ হিসেবে উল্লেখ করা হবে এই আইনের অধীনে।

তবে নতুন আইনে কর্তৃপক্ষের রক্ষণশীল মনোভাব কতটা প্রতিফলিত হবে তা এখনো স্পষ্ট নয়। আইনটি গ্রহণের বাইরে কোনো বিবরণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন