English

17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

নয়া দিল্লিতে পুলিশের ওপর আফ্রিকানদের হামলা

- Advertisements -

ভারতের রাজধানী নয়া দিল্লিতে পুলিশের ওপর হামলা চালিয়েছেন আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় ১০০ নাগরিক। রোববার (৮ জানুয়ারি) নয়া দিল্লির নেব সেরাইয়ের রাজু পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা সবাই ওই এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, নেব সেরাই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক আফ্রিকান নাগরিক বসবাস করেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। রোববার দিল্লি পুলিশের মাদক বিরোধী শাখার সদস্যরা সেসব ব্যক্তিদের আটক করতে যান।

অভিযানে তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়। কিন্তু আটকৃতদের থানায় নিয়ে যাওয়ার সময় সেখানে উপস্থিত অন্যান্য আফ্রিকানরা পুলিশের ওপর হামলা চালান।

আরও জানা যায়, প্রথমে প্রায় ১০০ আফ্রিকান নাগরিক পুলিশ সদস্যদের ঘিরে ধরেন। পরে তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এর এক ফাঁকে আটক তিনজনের মধ্যে দুজন পালিয়ে যান। তবে পরবর্তীতে ফিলিপ (২২০ নামে এক ব্যক্তিতে আবারও আটক করে পুলিশ।

পরে রাজু পার্ক এলাকায় আবারও অভিযান চালায় পুলিশ। সেসময় এক নারীসহ আরও চারজনকে আটক করা হয়। এবারও প্রায় ১৫০-২০০ আফ্রিকান পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িত হন। তবে শেষ পর্যন্ত পুলিশ তাদের প্রতিহত  ও আটক সবাইকে থানায় নিয়ে আসতে সমর্থ হয়।

দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যেসব বিদেশিদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের সবাইকে দ্রুত সময়ের মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এরই মধ্যে সে প্রক্রিয়া শুরু হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন