English

26 C
Dhaka
শনিবার, মার্চ ২৯, ২০২৫
- Advertisement -

নবদম্পতির কাণ্ডে রেগে আগুন আত্মীয়-বন্ধুরা

- Advertisements -

বিয়ে জীবনের নতুন অধ্যায়ের সূচনা হলেও সেটি বিশেষ কোনও অনুষ্ঠান নয় তাদের কাছে। তাই সকল বাড়তি খরচ এড়িয়ে গেলেন। অতি সাধারণ পোশাকে সেরে ফেললেন বিয়ে। কিন্তু নবদম্পতির এমন কাণ্ডে রীতিমতো রেগে আগুন আত্মীয় এবং বন্ধুবান্ধবরা।

২২ বছরের অ্যামি ব্যারন ও ২৪ বছরের হান্টার গত জানুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার এক পাবলিক লাইব্রেরিতে বিয়ের অনুষ্ঠান সারেন। বিয়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা।

দেখা গেছে, অতি সাধারণ, ছাপোষা সাদা-কালো চেকস শার্ট এবং জিনসের প্যান্ট পরে হাজির বর-কনে। গায়ে নেই দামি গয়না, নজরকাড়া সাজসজ্জাও নেই, এমনকি আমন্ত্রিতদের আতিথেয়তার জন্যেও বাড়তি খরচ করেননি তারা।

অ্যামি ব্যারন ও হান্টারের বিয়ের অনুষ্ঠানে মাত্র ২০ জন উপস্থিত ছিলেন। এক হাজার ডলার খরচ করে গোটা অনুষ্ঠান সারেন তারা। নিজেদের মেকআপ নিজেরাই করেন।

অ্যামি ও হান্টার জানিয়েছেন, তাদের এই পদক্ষেপের কারণে বন্ধু বিয়োগ পর্যন্ত হয়েছে। বহু আত্মীয় আর যোগাযোগ রাখছেন না। কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অনেক খুশি।‌

সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হলেও তাতে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। তাদের সঞ্চিত অর্থ ব্যয় করে এবার লম্বা ছুটি কাটাবেন বলে ঠিক করেছেন। মধুচন্দ্রিমার প্রস্তুতি চলছে জোরালো ভাবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন