আফগানিস্তান ছেড়েছেন প্রেসিডেন্ট আশরাফ। তাজিকিস্তানের উদ্দেশে তিনি রওনা হয়েছেন। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেছেন।
এ নিয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলে দেশটির প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, ‘নিরাপত্তার কারণে আশরাফ গনির বিষয়ে কিছু বলা যাবে না।’ এদিকে, তালেবানের একজন প্রতিনিধি জানান, তারা গনির অবস্থান সম্পর্কে খোঁজখবর নিচ্ছে।
এর আগে তার পালিয়ে যাওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছিল আলজাজিরা। সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলছিল, পশ্চিমাসমর্থিত এ নেতা এখনো আফগানিস্তানেই রয়েছেন। তিনি তার স্ত্রীর সঙ্গে কাবুলের প্রেসিডেন্সিয়াল প্যালেসে রয়েছেন। রবিবার সকালের বেশির ভাগ সময় তিনি সরকারি বাসভবনের বাগানে কাটিয়েছেন।