ইয়েমেনের হুতি গোষ্ঠী জানিয়েছে, লোহিত সাগরে তারা দুইটি ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে। সশস্ত্র ড্রোন এবং নৌ-ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে হুতি গোষ্ঠীর মুখপাত্র দাবি করেছেন। আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই মুখপাত্র বলেছেন, হুতি গোষ্ঠীর সতর্কতা উপেক্ষা করায় নৌবাহিনী সশস্ত্র ড্রোন ও নৌ-ক্ষেপণাস্ত্র দিয়ে ‘ইউনিটি এক্সপ্লোরার’ ও ‘নাম্বার নাইন’ নামের দু’টি ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে।
ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি কোম্পানি অ্যামব্রে বলেছে, লোহিত সাগরে থাকাকালীন একটি জাহাজে অন্তত দুইটি ড্রোন আঘাত করেছে। আরেকটি কনটেইনার জাহাজেও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া পেন্টাগন জানিয়েছে, লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজসহ একাধিক বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। হুতিদের হামলাগুলো আন্তর্জাতিক বাণিজ্যের প্রতি হুমকি বলে মন্তব্য করেছে মার্কিন বাহিনী।
তবে হুতি বলছে, গাজায় ফিলিস্তিনিদের প্রতি হামলার জবাবে এ আক্রমণ। নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা এপিকে মার্কিন একজন কর্মকর্তা বলেছেন, ইয়েমেনের স্থানীয় সময় সকাল ১০টা থেকে হামলা শুরু করেছিল হুতি, টানা পাঁচ ঘণ্টা ধরে চলে এই হামলা।