English

17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

দক্ষিণ কোরিয়ার জন্মহার আরও কমেছে

- Advertisements -

বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশ দক্ষিণ কোরিয়ায় ফের সর্বনিম্ন জন্মহার রেকর্ড করেছে এবং এ সংখ্যাটি আরও কমেছে। খবর বিবিসির।

বুধবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, দক্ষিণ কোরিয়ার জন্মহার ০.৮১ এ নেমে এসেছে, যা গত বছরের তুলনায় তিন পয়েন্ট কম। গত বছর এই হার ছিল ০.৮৪।

এর আগে ২০১৮ সালে প্রথমবারের মতো দেশটির জন্মহার ১-এর নিচে নেমে আসে। উন্নত বিশ্বের জন্মহার দক্ষিণ কোরিয়ার থেকে অনেক বেশি। এই হার ১ দশমিক ৬ শতাংশ।

অভিবাসী ছাড়া যদি দেশটি তার জনসংখ্যা স্থিতিশীল রাখতে চায়, তবে প্রত্যেক দম্পতিকে দুটি করে সন্তান নিতে হবে। কিন্তু বাস্তবতা খুবই কঠিন।

২০২০ সালে দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো জন্মহারের থেকে মৃত্যুহার বেশি ছিল। সে সময়ই দেশটির কর্তৃপক্ষ শঙ্কিত হয়ে পড়ে। দেশটির রাজনীতিবিদরা বছরের পর বছর ধরেই জানতেন এমন পরিস্থিতি আসছে, কিন্তু তাঁরা এই নতুন পরিস্থিতি মোকাবিলায় কিছুই করতে পারেননি।

সাম্প্রতিক সময় সন্তান ধারণের জন্য সাধারণ কোরীয়দের বোঝাতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে দেশটির কর্তৃপক্ষ। কিন্তু দেখাই যাচ্ছে, এতে কাজ হয়নি। সবচেয়ে চিন্তার বিষয় হলো, কমতে থাকা জনসংখ্যা দক্ষিণ কোরিয়ার জন্য ব্যাপক চাপের সৃষ্টি করতে পারে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন