দক্ষিণ কোরয়িায় ক্রমেই ভয়ংকর রুপ নিতে শুরু করেছিল দাবানল। তবে গতকাল বৃহস্পতিবার রাতভর বৃষ্টির কারণে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আগুন।প্রায় এক সপ্তাহ ধরে চলা ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে।
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় দাবানলে বিস্তীর্ণ এলাকায় বিধ্বস্ত হয়েছে। একটি প্রাচীন মন্দির ধ্বংস হয়েছে এবং প্রায় ৩৭ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার ফলে বাসিন্দারা আতঙ্কে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। কারণ, যানজটে আটকে থাকা গাড়িগুলোর ওপর আগুনের গোলা পড়ায় জনসাধারণ এলাকা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।
প্রবল বাতাস এবং অতি-শুষ্ক আবহাওয়ার কারণে আগুনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। তবে বৃহস্পতিবার রাতভর ক্ষতিগ্রস্ত এলাকায় বৃষ্টিপাত হয়েছে। যার ফলে দমকলকর্মীরা সবচেয়ে ভয়াবহ কিছু দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত মোট ২৮ জন নিহত হয়েছেন এবং ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।
নিহতদের মধ্যে একজন পাইলট রয়েছেন যার, হেলিকপ্টার গত বুধবার আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়েছিল। অতি দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কবলে আটকা পড়ে চারজন দমকলকর্মী এবং অন্যান্য কর্মীও প্রাণ হারায়।