কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না সাতদিন ধরে চলা আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় প্রদেশ কোরিয়েন্টেসের দাবানল।
ভারী বৃষ্টি ছাড়া আগুন নিয়ন্ত্রণ অনেকটাই অসম্ভব হয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও দমকলকর্মী মোতায়েন করেছে কর্তৃপক্ষ। আগুনের তীব্রতা ঠিক কতখানি, চিত্র না দেখলে তা বোঝার উপায় নেই।
ফায়ার সার্ভিসের কয়েকশো কর্মী দিনরাত কাজ করেও নিয়ন্ত্রণে আনতে পারছেন না সাতদিন ধরে চলা আর্জেন্টিনার উত্তর-পূর্বাঞ্চলের দাবানল। অগ্নিনির্বাপক বিমান দিয়েও বাগে আনা যাচ্ছে না আগুন। বাতাসের বেগ বেশি থাকার কারণেই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা।
ভয়াবহ দাবানলে পুড়ছে আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় প্রদেশ কোরিয়েন্টেস। পুড়ে গেছে পাঁচ লাখ হেক্টর জমিসহ অসংখ্য গাছপালা-বসতঘর। ভয়াবহ ক্ষতির মুখে দেশটির কৃষিখাত।
শুষ্ক আবহাওয়া আর বাতাস বাড়িয়েছে আগুনের তীব্রতা। প্রাণহানির আশঙ্কায় বনভূমির ৮০০ কিলোমিটার এলাকার মধ্যে থাকা বাসিন্দাদের নিরাপদে সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, ভারী বৃষ্টি ছাড়া দাবানলের এই আগুন নিয়ন্ত্রণ অনেকটাই অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দাবানল নিয়ন্ত্রণে নিতে আরও দমকলকর্মী মোতায়েনের কথা জানিয়েছে প্রশাসন।