ইরাকের উত্তর অঞ্চলে অবস্থিত তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ইরাকের আধা-শায়ত্ব শাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্ক ব্যাপক হামলা চালানোর কয়েকদিন পর গতকাল সন্ধ্যায় তুর্কি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হলো।
একটি সূত্র শাফাক নিউজ এজেন্সিকে জানিয়েছে, বাশিকা এলাকার জেলিকান ক্যাম্পের কাছে পড়ে। নিরাপত্তা সূত্রের তথ্য মতে রকেট হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। গত কয়েকদিনের মধ্যে এ নিয়ে তুর্কি ঘাঁটিতে দুই দফা রকেট হামলা হলো।
সারাইয়া আউলিয়া আদ-দাম নামে একটি সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে। এজন্য তারা একটি ভিডিও বার্তা প্রকাশ করে। সংগঠনটি বলেছে, তারা হামলায় ১২২-এমএম গ্রাদ রকেট ব্যবহার করেছে। সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা তুরস্কের ভেতরে যুদ্ধ টেনে নিয়ে যাবে।