তুরস্কের রাজধানী আঙ্কারায় আজ রবিবার বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। তুরস্কের মিডিয়ার খবরে বলা হয়েছে, পার্লামেন্ট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরা ও ডয়চে ভেলের।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, একটি বাণিজ্যিক গাড়ি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রবেশদ্বারে বোমা হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেছেন, একজন হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয় এবং আরেকজন সন্ত্রাসীকে নিরস্ত্র করা হয়েছে। প্রথম বিস্ফোরণে দুইজন পুলিশ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন।
তুরস্কের মিডিয়ার খবরে বলা হয়েছে, একই এলাকায় বিস্ফোরণের পর গোলাগুলির শব্দ শোনা গেছে।
ইস্তানবুল থেকে আল জাজিরার সাংবাদিক সিনেম বলেছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় বিস্ফোরণ হয়েছে। পার্লামেন্ট ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সিনেম আরও বলেছেন, গ্রীষ্মকালীন ছুটির পর দেশটির পার্লামেন্টের অধিবেশন আজ থেকে শুরু হওয়ার কথা ছিল। স্থানীয় সময় বিকেল ২টায় পার্লামেন্টে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানেরও আসার কথা।
তবে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।