৬১ বছর বয়সী সামিয়া হাসান ইথিওপিয়ার প্রেসিডেন্ট সাহলে ওয়ার্ক জিউদের পরে আফ্রিকার দেশগুলোর মধ্যে দ্বিতীয় নারী ও তানজানিয়ার প্রথম মুসলিম নারী রাষ্ট্রপ্রধান হয়েছেন।
তানজানিয়ার সংবিধান অনুসারে প্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির দ্বিতীয় মেয়াদের ক্ষমতা ছিল ২০২৫ সাল পর্যন্ত। প্রেসিডেন্ট মাগুফুলির আকস্মিক মৃত্যুর ঘটনায় সামিয়া তার প্রেসিডেন্সির বাকি থাকা মেয়াদকাল পুরো করবেন।
তানজানিয়ার প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট হিসেবে কোরআন শরীফ হাতে শপথ গ্রহণ করেছেন সামিয়া সুলুহু হাসান। শুক্রবার (১৯ মার্চ) ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে রাজধানী দারেস সালামে তিনি সংবিধানের শপথ নেন।
প্রসঙ্গত, সামিয়া ২০১৫ সাল থেকে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পান। এরপর গত বছর একই পদে পুনরায় নির্বাচিত হন তিনি।