English

16 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

তাইওয়ানের ওপর নো ফ্লাইজোন জারি করতে পারে চীন: আশঙ্কা যুক্তরাষ্ট্রের

- Advertisements -

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে সামনে রেখে চীন তাইওয়ানের ওপর নো ফ্লাইজোন প্রতিষ্ঠা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। চীন এই পদক্ষেপ নিলে স্পিকার পেলোসির সফর গোলমেলে অবস্থার মধ্যে পড়তে পারে। আসন্ন সফরকে ঘিরে ইতোমধ্যে আমেরিকা এবং চীনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আগামী মাসে তার এই সফর করার কথা রয়েছে।

তাইওয়ান নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রশাসন এও আশঙ্কা করছে, ন্যান্সি পেলোসির সফরের সময় চীন তাইওয়ানের ওপর তার যুদ্ধবিমান ওড়াতে পারে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পেলোসি তাইওয়ান সফর করতে পারেন বলে অন্তত তিনটি সূত্রে জানা গেছে। যদিও সাম্প্রতিক সময়ে আমেরিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আইনপ্রণেতা তাইওয়ান সফর করেছেন তবে ন্যান্সি পেলোসির সফর হবে গত ২৫ বছরের মধ্যে আমেরিকার সর্বোচ্চ কোনো আইনপ্রণেতার পক্ষে প্রথম তাইওয়ান সফর।
এর আগে ১৯৯৭ সালে রিপাবলিকান দলের প্রতিনিধি পরিষদের স্পিকার যুদ্ধবাজ নিউট গিঙরিচ তাইওয়ান সফর করেন। এদিকে এই সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন