যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আসন্ন সরকার গঠনে সহযোগিতা না করলে আরও বহু মানুষের মৃত্যু হতে পারে। সোমবার ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটন শহর থেকে এক ভাষণে বাইডেন বলেন করোনা মোকাবেলায় সবার সহযোগিতা প্রয়োজন।
বাইডেন বলেন, ট্রাম্প ভোটে হেরে যাওয়ার পরেও বারবার অস্বীকার করেছে, যা দায়িত্বহীনতার পরিচয়। এদিকে সাবেক ফাস্ট লেডি মিশেল ওবামা বলেছেন এটা কোন খেলা নয়। ৩০৬ টি ইলেকটোরাল ভোট পেয়েছেন বাইডেন যা ম্যাজিক ফিগারের চেয়েও অনেক বেশি। অন্যদিকে সোমবার সকালে আবার এক টুইট বার্তায় ট্রাম্প জানান আমি জিতেছি।
বাইডেনের সহকারীরা বলেছেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় ট্রাম্পের অংশগ্রহণে অস্বীকৃতির কারণে করোনাভাইরাসের টিকা বিতরণ কৌশল নিয়ে পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ায় বাইডেনের টিম অংশ নিতে পারছেনা। সোমবার তার বক্তৃতায় বাইডেন সতর্ক করে দিয়ে বলেছেন, আমরা সমন্বয় না করলে আরো মানুষ মারা যেতে পারে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন