English

28 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

ডলফিনের ওপর হাঙরের আক্রমণ, সমুদ্রসৈকত বন্ধ

- Advertisements -

পানির মধ্যে ডলফিনের ওপর আক্রমণ করেছে হাঙর। এমন ঘটনার পর অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় বেশ কয়েকটি সমুদ্রসৈকত বন্ধ করে দেওয়া হয়েছে। খবর বিবিসির।

আক্রমণের পর উত্তর সিডনির শেলি বিচ এলাকায় অন্তত দুটি বড় ধরনের হাঙর দেখা যায়। তাই সতর্কতা হিসেবে আশপাশের সব সৈকত বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

আহত ডলফিনটি অগভীর জলের চারপাশে ঘুরছিল। কিন্তু শেষ পর্যন্ত সমুদ্রসৈকতের কাছে চলে আসে এবং এক পর্যায়ে এটির মৃত্যু হয়।

এদিকে সমুদ্রসৈকতে অনুষ্ঠিত একটি কার্নিভালও স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় শনিবার হামলার পর লাইফগার্ডের সদস্যরা পানি থেকে লোকজনকে সরিয়ে দেয়।

সার্ফ লাইফ সেভিং নিউ সাউথ ওয়েলস (এসএলএসএনএসডব্লিউ) মুখপাত্র ট্রেসি হেয়ার-বয়েড বলেছেন, সৌভাগ্যবশত হামলায় কেউ আহত বা শিকার হননি।

এসএলএসএনএসডব্লিউ জানায়, একটি ড্রোনের মাধ্যমে হাঙরের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল ও লাইফগার্ডদের দ্বারা নিরাপদ বলে বিবেচিত না হওয়া পর্যন্ত পানিতে নামতে বারণ করা হয়।

শেলি সৈকতে থাকা একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি প্রথমে সাগরে একটি ডলফিনকে সাঁতার কাটতে দেখে আনন্দিত হয়েছিলেন। পরে জানতে পারেন সৈকতে হাঙরের উপস্থিতি রয়েছে এবং সাঁতারুদের নিরাপদে চলে যেতে বলা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন