English

25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

টিকা নিলেই মিলছে বিনামূল্যে পিৎজা-মদ!

- Advertisements -

ইসরায়েলে করোনাভাইরাসের টিকা নিলেই বিনামূল্যে পিৎজা মিলছে। সেই সঙ্গে মিলছে কেক, পেস্ট্রি, কফির মতো খাবার। এক পানশালা আবার মদ্যপানেরও সুযোগ দিচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল থেকে এ খবর জানা গেছে।

দেশটির সাধারণ মানুষদের মধ্যে টিকা নিতে ভীতি দূর করতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছে ইসরায়েলের তেল আবিব শহর। কোভিড-১৯ টিকা কেন্দ্রগুলো সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় করতে সেখানকার প্রশাসন এমন অভিনব পরিকল্পনা করেছে। শহরের দুটি কেন্দ্রে করোনা টিকা দেওয়ার পর্ব চলছে। একটি স্থানীয় রেস্তোরাঁর সঙ্গে চুক্তি করে এই দুটি কেন্দ্রেই নানা সুস্বাদু পদের জোগান দিচ্ছে প্রশাসন।

অনেক আগে থেকেই এই মহামারি থেকে বাঁচতে টিকার প্রয়োজনীয়তার কথা বলে আসছিলেন বিশেষজ্ঞরা। তা সত্ত্বেও অনেকেই টিকা নিতে ভয় পাচ্ছেন। আবার বিশেষ করে তরুণ প্রজন্ম যাদের করোনাভাইরাস থেকে ভয় কম তারাও অনেকে টিকা নিতে অনীহা দেখাচ্ছেন।

তেল আবিব প্রশাসনের উদ্দেশ্য এই সমস্ত সুস্বাদু পদের প্রচার করে সাধারণ মানুষকে টিকা কেন্দ্রে নিয়ে আসা। সুস্বাদু মেনুর সবচেয়ে বড় আকর্ষণ হলো পিৎজা। এ ছাড়াও কফি, হামাস, পেস্ট্রি রয়েছে। টিকা গ্রহণকারীরা নিজের পছন্দমতো তাদের খাবারের পদ বেছে নিতে পারেন।

এছাড়া টিকার জন্য খুব কড়া নিয়ম চালু করেছে ইসরায়েল। টিকা নিলে তবেই পানশালা, রেস্তোরাঁ এবং জিমে প্রবেশের অনুমতি মিলছে। অনেক শপিং মলও একই নিয়মে চলছে বলে জানা গেছে। তেল আবের এক পানশালা তার কোভিড টিকা নেওয়া গ্রাহকদের বিনামূল্যে পছন্দমতো মদপানের সুযোগ দিচ্ছে।

উল্লেখ্য, ইতিমধ্যে ইসরায়েলের ৪৩ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। দেশটিতে মূলত ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। ৬ লাখ মানুষের ওপর পরীক্ষামূলক প্রয়োগ করে এই সংস্থা ৯৪ শতাংশ কার্যকর হওয়ার দাবি করেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন