জার্মানিতে ছুরি হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির ওয়ার্জবার্গ শহরে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটিয়েছে। পরে ওই হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা গেছে, হামলাকারী ওই ব্যক্তি বড় একটি ছুরি নিয়ে পথচারীদের ওপর হামলা চালায়। সন্দেহভাজন ওই ব্যক্তি সোমালিয়ার নাগরিক। তার বয়স ২৪ বছর।পুলিশ বলছে, হামলাকারী মানসিকভাবে অসুস্থ এবং সম্প্রতি সে মানসিক রোগের চিকিৎসা নিয়েছে। হামলা চালানোর পর সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে আহত হয়েছে। এরইমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে।
বেভারিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াসিম হেরমান জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা বাঁচবে কি না সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না।