English

19 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

‘জামা খোলা’ নিয়ে বিদ্রূপ, জি৭ নেতাদের একহাত নিলেন পুতিন

- Advertisements -

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মাঝেমধ্যেই ‘জামা খোলা’ অবস্থায় দেখা গেছে। তা নিয়ে জি৭ সম্মেলনে নেতারা পুতিনের সমালোচনা করেছেন। এ ঘটনায় জি৭ নেতাদের পাল্টা জবাব দিয়েছেন পুতিন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেছেন, আমি জানি না যে তারা কোমর পর্যন্ত নাকি আরো নিচে পর্যন্ত পোশাক খোলার কথা বলেছেন। তবে যা-ই হোক, তাদের জামা খুললেই জঘন্য দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে।

এর আগে পুতিনকে ‘শার্টলেস’ বলে কটাক্ষ করেছেন জি৭ নেতারা। জি৭ নেতাদের সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মশকরা করে বলেন, জি৭ নেতাদের পোশাক খুলে দেখাতে হবে যে তারা ‘পুতিনের চেয়ে বলবান’। পুরুষত্ব জাহির করতে জামা খোলার কোনো দরকার না থাকার পক্ষে কথা বলেছেন জি৭ নেতারা।

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে আলাপকালে বরিস জনসন প্রশ্ন তুলেছেন, আমরা কি কখনো আমাদের জ্যাকেট খুলে ফেলি? জি৭ নেতারা মশকরা করে এ-ও বলেছেন, ঘোড়ার পিঠে খালি গায়ে ঘুরে বেড়ানোর দৃশ্যটা সবচেয়ে ‘ভালো’।

অন্যদিকে পুতিন মনে করেন, বিশ্বের কিছু নেতার শুধু জামা খুললেই তাদের জঘন্য দেখাবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন