English

31 C
Dhaka
রবিবার, এপ্রিল ৬, ২০২৫
- Advertisement -

জাতিসংঘের আমূল সংস্কার চায় জার্মানি

- Advertisements -

জাতিসংঘের আমূল পরিবর্তনের দাবি জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।

সংস্থাটির সাধারণ অধিবেশনে নিজের বক্তব্য দেওয়ার সময় এই দাবি তোলেন তিনি। তার দাবি, জাতিসংঘের ব্যাপক সংস্কার প্রয়োজন। ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের ভবিষ্যৎ সংস্কার নিয়ে একটি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গণমাধ্যমের খবরে বলা হয়, বেয়ারবক জানিয়েছেন- জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে তাদের কথা হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বরে এ বিষয়ে আলোচনায় তিনি সম্মত হয়েছেন তিনি। জি-৪ এর দেশগুলোর সঙ্গে একটি বৈঠকেও যোগ দিয়েছিলেন বেয়ারবক। ভারত, ব্রাজিল, জার্মানি এবং জাপানকে জি-৪ দেশ বলা হয়। এরা সকলেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হতে চায়। এর জন্য একে অপরকে সাহায্যও করে দেশগুলো।

তাদেরই বৈঠক ছিল বৃহস্পতিবার। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে দেশগুলোর প্রতিনিধিদের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন