জনসম্মুখে প্রস্রাব করতে নিষেধ করায় রাম্ফাল নামের এক যুবককে মারধর করা হয়েছে। শুক্রবার ভারতের দিল্লির মডেল টাউনে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত আরিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা গেছে, অভিযুক্ত আরিয়ান রাস্তার পাশে ঘুমিয়ে থাকা রাম্ফালকে মারধর করছেন। এ সময় কিছুটা দূরে তার দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ২০ সেকেন্ড মারধর করার পর কিছু দূর চলে যান আরিয়ান। পরে আবার ফিরে এসে রাম্ফালকে পেটানো শুরু করেন। এরপর দুই বন্ধুর সঙ্গে আরিয়ান মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশ সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে আরিয়ানকে গ্রেপ্তার করেছে। তিনি বিভিন্ন বাসাবাড়িতে কর্মচারী হিসেবে কাজ করেন।
গত বৃহস্পতিবার আরিয়ানকে প্রকাশ্যে পার্কের মধ্যে প্রস্রাব করতে নিষেধ করেন রাম্ফাল। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার একদিন পর আরিয়ান দলবল নিয়ে এসে রাম্ফালকে মারধর করেন।