চীনে জাপানি নাগরিকদের পায়ুপথে করোনা পরীক্ষার তীব্র নিন্দা জানাল জাপান সরকার। জানা গেছে, জাপানি নাগরিকদের চীনে প্রবেশের ক্ষেত্রে অ্যানাল সোয়াব টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষা করা হচ্ছে। জাপান সরকার অবিলম্বে এটি বন্ধের আহ্বান জানিয়েছে। তবে চীনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো জবাব পাওয়া যায়নি।
জাপানিজ নাগরিকদের অভিযোগ, চীনে বিদেশি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে ‘অ্যানাল সোয়াব টেস্ট’ অনেকসময় মনস্তাত্ত্বিক সঙ্কট তৈরি করে। চলতি বছরের জানুয়ারি মাসে কিছু ক্ষেত্রে পায়ুপথ থেকে নমুনা সংগ্রহ করে চীন করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা চালিয়েছে।
বিষয়টি নিয়ে জাপানের মন্ত্রীপরিষদের প্রধান কাতসু নবু কাতো বলেন, পায়ুপথে করোনা পরীক্ষার পর মানসিক যন্ত্রণায় ভুগছেন বলে জাপানি নাগরিকেরা দূতাবাসে অভিযোগ করেছেন। তবে কতজন জাপানি নাগরিককে এ ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।