English

19 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
- Advertisement -

চাচাতো ভাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক: টয়লেটে সন্তান জন্ম দিল কিশোরী!

- Advertisements -

চাচাতো ভাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়া এক কিশোরী টয়লেটে সন্তান জন্ম দিয়েছেন।

পরে সেই নবজাতককে জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলে দিয়ে হত্যা করেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ভারতে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ে কিশোরী নিজের চাচাতো ভাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

এনআরআই কোস্টাল পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর উত্তম জাগদালে বলেছেন, নবজাতকটিকে উদ্ধারের পর এনএমএমসি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওই কিশোরী মাকেও এনএমএমসির মিনাতাই থাকরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলেও জানান তিনি।

এজাহারে বলা হয়েছে, গত ১৩ জানুয়ারি রাতে নাইট ডিউটিতে ছিলেন বিট মার্শাল কনস্টেবল সন্তোষ খান্ডারে ও মাদান।

তখন এক অটোরিকশাওয়ালা তাদের জানান, উলউয়ে একটি বিল্ডিংয়ের পাশে একটি নবজাতক পড়ে রয়েছে। তারা বিষয়টি এপিআই গণেশ যাদবকে জানান।

পরে এপিআই যাদব একটি টিম নিয়ে ঘটনা তদন্তে যান। সেখানে গিয়ে তারা দোতলার একটি ফ্ল্যাটের জানালা ভাঙা দেখতে পান। এই জানালা দিয়েই শিশুটিকে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে সন্দেহ করে ফ্ল্যাটের মালিকের সঙ্গে কথা বলতে যান তারা।

ফ্ল্যাটের মালিক জানান, তার বোনের কিশোরী মেয়ে তাদের বাসায় আছে। পরে এক নারী কনস্টেবলকে ডেকে পাঠান এপিআই যাদব।

তখনই জানা যায় ওই সন্তানটি কিশোরী মেয়ের ছিল। সে টয়লেটে সন্তান জন্ম দিয়ে তাকে জানালা দিয়ে ছুড়ে ফেলার কথা পুলিশের কাছে স্বীকার করে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন