English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

চলন্ত ট্রেনে নিরাপত্তাকর্মীর গুলিতে নিহত ৪

- Advertisements -

ভারতে চলন্ত ট্রেনের মধ্যে রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) এক সদস্যের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন তিন যাত্রীসহ চারজন। চতুর্থ ব্যক্তি হলেন আরপিএফেরই একজন সহকারী উপ-পরিদর্শক। সোমবার (৩১ জুলাই) ভোররাতে ঘটনাটি ঘটেছে জয়পুর-মুম্বই এক্সপ্রেসের মধ্যে।

জানা যায়, জয়পুর থেকে মুম্বাই যাচ্ছিল ট্রেনটি। যাত্রীরা তখন প্রায় সবাই ঘুমে আচ্ছন্ন। মহারাষ্ট্রের পালঘর স্টেশন পেরোনোর পর আচমকা ট্রেনের মধ্যে থাকা এক আরপিএফ কর্মী নিজের সার্ভিস রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন।

পুলিশ জানিয়েছে, চেতন সিং নামে ওই জওয়ান এসকর্ট ডিউটিতে ছিলেন। তিনি এএসআই টিকা রামের ওপর প্রথমে গুলি চালান। টিকা রাম ছিলেন এসকর্ট ডিউটি ইনচার্জ।

সিনিয়র সহকর্মীকে হত্যার পর চেতন সিং পাশের কামরায় যান। সেখানে গুলি করে আরও তিন যাত্রীকে হত্যা করেন।

গুলির ঘটনার পর অভিযুক্ত আরপিএফ জওয়ান পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তাকে এরই মধ্যে গ্রেফতার করেছে ‍পুলিশ। তিনি কেন এমন করলেন, তা এখনো স্পষ্ট নয়।

ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে জয়পুর-মুম্বাই এক্সপ্রেসের (ট্রেন নম্বর ১২৯৫৬) বি৫ কোচে। ঘটনার পর ট্রেনটিকে বরিভালি স্টেশনে দাঁড় করানো হয়। সেখানে মরদেহগুলো নামিয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন