যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভয়াবহ ঘূর্ণিঝড় ইয়ান আঘাত হেনেছে। শহরের গভর্নর এই ঘূর্ণিঝড় সৃষ্ট বন্যাকে ৫০০ বছরের রেকর্ড হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে ঘূর্ণিঝড়ে প্রথম কোনো মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কর্মকর্তারা। উত্তরপূর্ব অরলান্ডোর ভলুসিয়া কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলা হয়, ৭৪ বছর বয়সী ওই ব্যক্তি ঝড়ের সময় বাইরে গিয়েছিলেন। নিজের পুকুরে গর্ত খুড়তে গিয়ে তার মৃত্যু হয়।
এর আগে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস বলেন, ফ্লোরিডায় আঘাত হানা ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যা ৫০০ বছরের মধ্যে ভয়াবহ। ফ্লোরিডার গভর্নর আরও জানান, বন্যাকবলিত এলাকায় সাত হাজার উদ্ধারকর্মী অভিযান চালাচ্ছেন। ঘূর্ণিঝড়ে অভিবাসীবাহী জাহাজ ডুবে ২৩ জন নিখোঁজ হয়েছেন। তাদের খোঁজ করছে যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রল অ্যান্ড কোস্টগার্ড।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রে আঘাত হানা শীর্ষ পাঁচটি শক্তিশালী ঝড়ের মধ্যে ইয়ান একটি।