English

17 C
Dhaka
শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
- Advertisement -

ঘুষি খেয়েছি: মার্ক জাকারবার্গ

- Advertisements -

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-ইনস্টাগ্রামের মাদার কোম্পানি মেটার প্রধান মার্ক জাকারবার্গ মার খেয়েছেন! এমনটি নিজেই জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে নিজের পেজে চোট পাওয়া একটি সেলফি শেয়ার করেছেন জাকারবার্গ। ক্যাপশনে তিনি লিখেন, ‘ঘুষি খেয়েছি। এখন আমার অ্যাভাটার আপডেট করতে হতে পারে।’

এতে অবশ্য জাকারবার্গ অনুসারীদের ভীত হওয়ার কোনো কারণ নেই। ৩৯ বছর বয়সী এই মার্কিন ধনকুবের মার্শাল আর্ট জিউ-জিৎসু প্রশিক্ষণের সময় ঘুষি খেয়েছেন।

এ নিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, ইনস্টাগ্রামে জাকারবার্গের পোস্ট করার পর থেকে ৪ লাখের বেশি লাইক এবং অসংখ্য মন্তব্য পড়েছে।

এক ব্যবহারকারী লিখেছেন, ‘আপনার সাথে এটা কে করল!’ আরেকজন লিখেছেন, ‘অন্য লোকটির চেহারার অবস্থা কেমন মার্ক?’ অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘প্রশিক্ষণের সময় আপনার হাত ওপরে রাখবেন।’

গত বছর মার্ক জাকারবার্গ এক সাক্ষাৎকারে বলছিলেন, তিনি প্রতিদিন কমপক্ষে দুই ঘন্টা শারীরিক কসরত করার চেষ্টা করেন। করোনা মহামারী চলাকালীন মার্শাল আর্ট ফর্মের প্রশিক্ষণ শুরু করেন। খেলাধুলা তাকে শক্তি জোগায় বলেও জানান জাকারবার্গ।

কোচ ডেভ ক্যামারিলো মার্ক জাকারবার্গের প্রশিক্ষক। ক্যামারিলো মার্শাল আর্টের জুডো ও জিউ-জিৎসুর জন্য প্রখ্যাত।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন