গ্রিসের এজিয়ান সাগরের কার্পাথোসে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ জন নিখোঁজের খবর পাওয়া গেছে। বুধবার একজন উপকূলরক্ষী কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, অভিবাসী বহনকারী ওই নৌকাটিতে ৮০ জন ব্যক্তি ছিল। এর মধ্যে তারা ২৯ জন অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এছাড়া এ নৌকা ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৫০ অভিবাসী।
এক কোস্টগার্ড কর্মকর্তা এএফপিকে জানান, অভিবাসী বহনকারী নৌকাটি মঙ্গলবার তুরস্ক থেকে ইতালির যাওয়ার উদ্দেশে রওয়না দিয়েছিল। নিখোঁজদের উদ্ধারে গ্রিক কোস্টগার্ড কাজ করছে।