অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলের অনবরত বিমান হামলা সবগুলো হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানায়, সেখানে কার্যক্রম চালাতে পারছে না কোনো হাসপাতাল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায় জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।
সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। ২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতার জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়েছে। দুই দফায় বাড়া সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।
এর আগে ইসরায়েলি হামলায় বন্ধ হয়ে যায় গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ১১টি আংশিকভাবে চালু রয়েছে।
গাজায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন বলেন, সেখানে একমাত্র আল-আহলি হাসপাতালে খুবই সীমিত পরিসরে কার্যক্রম চলছিল।