English

35 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫
- Advertisement -

গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিকসহ নিহত ৯

- Advertisements -

গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া শহরে ইসরায়েলের ড্রোন হামলায় স্থানীয় তিন সাংবাদিকসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (১৫ মার্চ) এ খবর জানিয়েছে।

সিএনএন জানিয়েছে, গত জানুয়ারিতে প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গুরুতর আহত বেশ কয়েকজনকে গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে নেওয়া হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানান, গাড়ি দু’টির ভেতরে ও বাইরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে।

ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ত্রাণ প্রচেষ্টারত একটি দলকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে, তাদের সঙ্গে সাংবাদিক ও ফটোগ্রাফাররাও ছিলেন।

ফিলিস্তিনি জার্নালিস্ট প্রটেকশন সেন্টার এক বিবৃতিতে বলেছে, “গাজার উত্তরাঞ্চলে গণমাধ্যমের একটি দল ত্রাণ প্রচেষ্টা নথিবদ্ধ করার সময় ইসরায়েল আকাশ হামলা চালিয়ে তিন সাংবাদিককে হত্যা করেছে।”

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা দুইজন ‘সন্ত্রাসীকে’ লক্ষ্য করে হামলাটি চালিয়েছে। তারা একটি ড্রোন চালাচ্ছিল আর সেটি বেইত লাহিয়ায় থাকা ইসরায়েলি সেনাদের জন্য ‘হুমকি হয়ে উঠেছিল’। “পরে, আরও কিছু সন্ত্রাসী ড্রোনটি চালানোর সরঞ্জাম সংগ্রহ করে একটি গাড়িতে উঠে যায়। (ইসরায়েলি সামরিক বাহিনী) সন্ত্রাসীদের ওপর আঘাত হানে,” নিজেদের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ ছাড়াই তারা এমনটি বলেছে, জানিয়েছে আল-জাজিরা।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই হামলার বিষয়ে একটি বিবৃতি দিয়ে একে ‘ভয়াবহ হামলা’ বলে অভিহিত করেছে। এই হামলা গাজার বেসামরিক লোকজনের বিরুদ্ধে ইসরায়েলের করা ‘যুদ্ধাপরাধের ধারাবাহিকতা’ বলে অভিযোগ করেছে তারা।
যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজার অভ্যন্তরে ইসরায়েলি তাণ্ডব অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা অনেকটাই কমে এসেছে। এর মধ্যেই নতুন করে বড় আকারের হামলা চালাল ইসরায়েল।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন