গাজা উপত্যকায় গণহত্যারত আরো চার ইসরায়েলি সেনার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইহুদিবাদী সেনাবাহিনী। মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, উত্তর গাজায় হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তাদের এলিট ফোর্স- মাল্টিডোমেইন ইউনিটের চার সদস্য নিহত হয়েছে।
ইহুদিবাদী বাহিনী মঙ্গলবার পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর গাজায় সম্প্রতি সংঘর্ষে আহত একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা হাসপাতালে প্রাণ হারিয়েছে। এর আগে, গত রবিবার ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, দক্ষিণ লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে তাদের অ্যালোন ব্রিগেডের পাঁচ রিজার্ভিস্ট সেনা নিহত হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছিল, নিহত সেনারা একটি ভবনে লুকিয়ে থাকা তিন হিজবুল্লাহ যোদ্ধার অতর্কিত আক্রমণের শিকার হয়। এ নিয়ে গতমাসে স্থল আগ্রাসন শুরু করার পর থেকে এ পর্যন্ত দক্ষিণ লেবাননে ৩৭ জন ইসরায়েলি সেনা নিহত হলো।
ওদিকে গত বছরের ৭ অক্টোবর আল-আকসা তুফান অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় ৭৭৬ জন ইসরায়েলি সেনা নিহত ও অপর ৫,১০০ জনের বেশি আহত হয়েছে। ইসরায়েলি বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ সোমবার অবশ্য বলেছেন, গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৮৯০ জন ইসরায়েলি সেনা নিহত ও অপর ১১,০০০ আহত হয়েছে।