ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, কুদস দিবস হচ্ছে ফিলিস্তিনি জাতির অধিকারের প্রতি সমর্থনের দিবস এবং আশাকরি খুব শিগগিরই ফিলিস্তিনিদের সংগ্রাম বিজয় অর্জন করবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
রুহানি আরও বলেন, ফিলিস্তিনিরা বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে জীবনযাপন করছেন এবং সেখানে তারা কঠিন পরিস্থিতির সম্মুখীন। কিন্তু আন্তর্জাতিক সমাজ এ বিষয়ের প্রতি ভ্রুক্ষেপ করছে না।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইহুদিবাদীরা এখনও ফিলিস্তিনিদের বাড়িঘর ও ভূমি দখল অব্যাহত রেখেছে। ইমাম খোমেনী (রহ.) তথা ইরানি জাতি রমজান মাসের শেষ শুক্রবারকে বিশ্ব কুদস দিবস হিসেবে ঘোষণা করেছেন। এটা ফিলিস্তিনিদের অধিকারের কথাই স্মরণ করিয়ে দেয়।
রুহানি বলেন, প্রিয় বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করার ইচ্ছা সব মুসলমানই পোষণ করেন। আশাকরি ফিলিস্তিনিদের সংগ্রাম বিজয়ী হবে এবং মুসলমানদের ইচ্ছা পূরণ হবে।
তিনি বিশ্ব কুদস দিবস পালনের আহ্বান জানান। একইসঙ্গে বায়তুল মুকাদ্দাস মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেন।