গভীর রাত। বাড়ির সবাই গভীর ঘুমে। হঠাৎ করেই জোরে শব্দে ঘুম ভেঙে যায় বাড়ির মালিকের। শব্দ আসছিল রান্নাঘর থেকে। রান্নাঘরে উঁকি মেরেই বাড়ির মালিক দেখতে পান, বিশাল এক বুনো হাতি। খাবারের খোঁজে রান্নাঘরে ঢুকে পড়েছে হাতিটি।
থাইল্যান্ডের হুয়া সিন শহরে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, বাড়ির বাসিন্দা রতচদাওয়ান শব্দ পেয়ে ছুটে যান রান্নাঘরে। এরপর দেখতে পান, বিশাল এক হাতি সুর দিয়ে রান্নাঘরে খাবার খুঁজছে।
পুরুষ হাতিটির নাম বুনচুয়ে। রান্নাঘরের প্ল্যাস্টিকের ব্যাগসহ অনেক কিছুই চিবিয়ে খেয়েছে সে। আর এমন দৃশ্যের ভিডিও নিজের মোবাইলে ধারণ করেন তিনি।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিওটি পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়। হাতির এ ধরনের কাণ্ডে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা।
পার্কের একজন কর্মকর্তা বলেন, থাইল্যান্ডের কায়েং ক্র্যাঞ্চন জাতীয় উদ্যানের বুনচেয়ে হাতিটি প্রায় সময় বেরিয়ে যায়। লোকালয় থেকে খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে গেছে সে।
সে দেশের বন বিভাগ বলছে, বর্ষার মৌসুম হওয়ায় হাতিরা যথেষ্ট নোনা খাবার পায় না। এজন্য খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে।