জীবনযাপন ব্যয় কমাতে প্রতি বেলায় নিয়মিত খাবার গ্রহণ করছে না ব্রিটেনের লাখ লাখ মানুষ। কেউ একবেলা কিংবা একাধিক বেলা না খেয়ে থাকছে। বৃহস্পতিবার এ বিষয়ে সতর্কতা দিয়েছে জরিপ পরিচালনাকারী ভোক্তা অধিকার সংস্থা ‘হুইচ’।
ভোক্তা অধিকার বিষয়ক গ্রুপটির দাবি, অচিরেই জ্বালানি দারিদ্র্যে পরিণত হবে যুক্তরাজ্যের অনেক মানুষ।
সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি ১০ শতাংশ ছাড়িয়েছে। ফলে লাগামহীনভাবে বেড়েছে খাদ্যপণ্যের দাম। সংস্থাটি ৩ হাজার ব্রিটিশ নাগরিকের ওপর একটি জরিপ চালিয়েছে।
জরিপে দেখা গেছে অর্ধেক ব্রিটিশ নাগরিক তাদের মিলের বা আহারের সংখ্যা কয়েকটি কমিয়েছে।
আর এরমধ্যে ৮০ শতাংশ ব্রিটিশ নাগরিক স্বাস্থ্যকর খাবার খেতে পারছে না।
‘হুইচের’ খাদ্যবিষয়ক প্রধান স্যু ডাভিয়েস বলেন, ‘উদ্বেগজনকভাবে জীবনযাপনের খরচ বেড়ে যাওয়ার ভয়াবহ প্রভাব পড়ছে। যা লাখ লাখ মানুষকে তাদের মিল (কোনো বেলার খাবার) এড়িয়ে যেতে বাধ্য করছে অথবা স্বাস্থ্যকর খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে।’
ইউক্রেন যুদ্ধের ফলে রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞা দিয়ে বিপদে পড়েছে ইউরোপের অনেক দেশ। বিশ্বজুড়েই হুহু করে বাড়ছে মুদ্রাস্ফীতি।