English

26 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
- Advertisement -

খবরের চ্যানেল নয়, স্টার জলসা-জিটিভির সিরিয়াল দেখুন: মমতা

- Advertisements -

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টেলিভিশনে খবর না দেখে স্টার জলসা ও জিটিভিতে সিরিয়াল দেখার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গের খবরের চ্যানেল ও সংবাদপত্রের সমালোচনা করে একটি অনুষ্ঠানে মমতা এ আহ্বান জানান। তিনি আরও বলেন, ভারতে দ্রব্যমূল্য বৃদ্ধি, ইউক্রেন সংকট, শ্রীলঙ্কার অর্থনীতির ধস নিয়ে চ্যানেলগুলোর তেমন খবর নেই। কোথাও চকলেট বোমা পড়লেই তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হয়। বাংলার চ্যানেল যদিও বাংলাকে নিয়ে নেতিবাচকভাবে উপস্থাপন করে তাহলে তো এখানে বিজেপির দরকার নেই।

মমতা বলেন, ‘কোথাও একটা চকলেট বোমা (আতশবাজি) পড়লেও তার জন্য নাকি তৃণমূল কংগ্রেস দায়ী! ওইটা নিয়ে সারাক্ষণ খবর প্রচার করতে থাকে। আর এতে তো আনন্দবাজারের জুড়ি নেই। বাপরে বাপ! বিজ্ঞাপনও প্রচুর পায়, আর সারাক্ষণ শুধু নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ! আপনারা কথায় কথা আপনাদের সীমানার কথা বলেন। মনে রাখবেন, আপনাদেরও একটা সীমানা থাকার দরকার আছে। আমার তো মনে হয় যারা বিজ্ঞাপন দেন, তাদের চিন্তা করা উচিত এদের আদৌ বিজ্ঞাপন দেওয়া উচিত কী না।’

মমতা আরও বলেন, ‌‘কই দ্রব্যমূল্য নিয়ে কয়টা খবর প্রকাশ করেছেন? বাংলার মিডিয়া যদি বাংলাকে হেনস্থা করে তাহলে তো বিজেপির (পশ্চিমবঙ্গে বিরোধী দল) কোনো দরকার নেই। এর থেকে জলসা দেখুন, স্টার জলসা, জিটিভির সিরিয়াল দেখুন। মানুষ এমনিতেই মেন্টাল পলিউশনে আছেন। এই খবরের চ্যানেলগুলো দেখবেন না বেশি। দেখবেন না, শুনবেন না, কান পাতবেন না।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন