English

23 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
- Advertisement -

ক্ষুধার ঝুঁকিতে দক্ষিণ সুদানের প্রায় ৮০ লাখ মানুষ: জাতিসংঘ

- Advertisements -

দক্ষিণ সুদানের প্রায় ৮০ লাখ মানুষ ক্ষুধার ঝুঁকিতে রয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ এক প্রতিবেদনে এই সতর্ক করেছে।

জাতিসংঘের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আল আরাবিয়ার এক খবরে বলা হয়েছে, ২০১১ সালে স্বাধীনতা পাওয়ার পর দক্ষিণ সুদান অর্ধেক সময় গৃহযুদ্ধে কাটিয়েছে। এতে বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশটির ৪ লাখ মানুষ নিহত হয়।  সুদানের গৃহযুদ্ধ শেষ হয় ২০১৮ সালে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ সুদানের বন্যা, খরা এবং সংঘাত পীড়িত অঞ্চলে ক্ষুধা এবং অপুষ্টি বাড়ছে। মানবিক সহায়তা এবং জলবায়ু অভিযোজন ব্যবস্থা না  নিলে দেশটির কিছু কমিউনিটি অনাহারের সম্মুখীন হবে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংগঠন এফএও, শিশু ফান্ড ইউনিসেফ এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম যৌথ প্রতিবেদনে বলেছে, ২০১৩ এবং ২০১৬ সালের সংঘাতের পর দক্ষিণ সুদান সর্বোচ্চ পর্যায়ের খাদ্য অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। ২০২৩ সালের এপ্রিল-জুলাইয়ে প্রায় ৭৭ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন