গত কয়েক মাসে জেসিন্ডা আর্ডার্ন সরকারের জনপ্রিয়তা কমেছে। এরইমধ্যে আপত্তিকর মন্তব্য করে বিপাকে পড়েছেন তিনি। সংসদে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করে মন্তব্য করেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। পরে অবশ্য সেই বক্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।
সংসদে বিরোধী এসিটি পার্টির নেতা ডেভিড সিমুরের একটি প্রশ্নের জবাব দেন জেসিন্ডা। সিমুর প্রশ্ন করেছিলেন, ‘জেসিন্ডা নেতৃত্বাধীন সরকার কোনো ভুল কাজ করে তার জন্য ক্ষমা চেয়েছে কি না, সেই ভুল ঠিক করেছে কি না?’ প্রশ্নের জবাবে জেসিন্ডা করোনা মহামারীর কথা উল্লেখ করেন। সেই সময় পরিস্থিতি কঠিন ছিল বলেও জানান। বক্তব্য শেষে বসার সময় ধীরে জেসিন্ডা ওই মন্তব্য করেন। কিন্তু তা মাইক্রোফোনে ধরা পড়ে।
ডেভিড সিমুর সেই মন্তব্যে আপত্তি জানিয়ে স্পিকারকে সংসদের কার্যবিবরণী থেকে তা প্রত্যাহার করতে অনুরোধ জানান। পরে আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন জেসিন্ডাও।