ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে গঙ্গা নদীর পানিতে চুবানোর পর পাঁচ বছর বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। ক্যানসার আক্রান্ত শিশুটিকে সুস্থ করতে তার বাবা-মা এবং এক আন্টি গঙ্গা নদীতে নিয়ে যান। তাদের দৃঢ় বিশ্বাস ছিল গঙ্গায় ডুব দিলে শিশুটি ভালো হয়ে যাবে। তবে ভালো হওয়ার বদলে মৃত্যু হয়েছে তার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, তীব্র ঠান্ডার মধ্যে ওই শিশুটিকে পানিতে দীর্ঘক্ষণ চুবানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, শিশুটির বাবা-মা পাশে দাঁড়িয়ে প্রার্থনা করছেন। আর তার আন্টি তাকে পানিতে চুবাচ্ছেন। আশপাশের মানুষ দেখতে পান শিশুটিকে দীর্ঘক্ষণ চুবিয়ে রাখা হয়েছে; তখন তারা তাকে তুলে ফেলতে বলেন। কিন্তু তার আন্টি পানি থেকে না তোলায়, আশপাশের মানুষ জোরপূর্বক শিশুটিকে উপরে নিয়ে আসেন। কিন্তু তখনও তার আন্টি বাধা দেওয়ার চেষ্টা করেন। পানি থেকে তুলে শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
হরিদ্বার সিটি পুলিশের প্রধান সন্তুনু কুমার জানিয়েছেন, শিশুটির পরিবারের সদস্যরা তাদের জানিয়েছেন, সে ক্যানসার আক্রান্ত এবং গুরুতর অসুস্থ ছিল। তাকে সুস্থ করার বিশ্বাস নিয়ে গঙ্গার পানিতে চুবান তারা।
জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা-মা ও ওই আন্টিকে এখন পুলিশের জিম্মায় নিয়ে যাওয়া হয়েছে।