পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে প্রাপ্ত পুরো অর্থ ফিলিস্তিনি শিশুদের জন্য বরাদ্দ দিয়ে তাক লাগিয়েছেন এক শিশু। ফিলিস্তিনের বন্দি ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অর্থ দেওয়ার এ ঘোষণায় উপস্থিত বিচারক ও দর্শকদের কাঁদালেন আলজেরিয়ান শিশু হাফেজ আবদুল খালিক।
গত রবিবার (২৭ মার্চ) আল শুরুক চ্যানেলে প্রচারিত প্রতিযোগিতা প্রোগ্রামের একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।
পবিত্র কোরআন প্রতিযোগিতা প্রোগ্রাম আলজেরিয়ার স্থানীয় আল শুরুক টিভি সম্প্রচার করে।
এসময় প্রতিযোগিতায় বিজয়ী হয়ে প্রাপ্ত চার লাখ দিনার (প্রায় দুই হাজার ৮ শ মার্কিন ডলার) ফিলিস্তিনি শিশুদের বরাদ্দের ঘোষণা দেন আবদুল খালিক। এরপর বিচারক প্যানেলের সদস্য ড. কামাল কুদ্দাহের কাছে এ অর্থ হস্তান্তর করেন।
বিজয়ের মঞ্চে ওঠার আগে ফিলিস্তিনের পতাকা গায়ে জড়ান শিশু আবদুল খালিক। এসময় সে ফিলিস্তনিদের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করে নিজের সম্পদ ও প্রাণ দিয়ে আলজেরিয়ার সব শিশু তাদের পাশে থাকবে বলে ঘোষণা দেয়। এরপর ফিলিস্তিনি শিশুদের উদ্দশ্য করে সে বলে, ‘আমরা তোমাদের সঙ্গে পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে নামাজ আদায় না করা পর্যন্ত আমাদের অন্তর শান্ত হবে না, যেভাবে উমর ও সালাহুদ্দিন নামাজ পড়েছিলেন। ’
প্রতিযোগিতার সমাপনী পর্বের এ অনুষ্ঠানে শিশু আবদুল খালিক দৃঢ়কণ্ঠে বলেন, ‘অবশ্যই বিজয় অবশ্যাম্ভাবী।’