English

17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

কেজরিওয়ালের জামিন আবেদন খারিজ

- Advertisements -

জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ফলে জেলেই থাকতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।

লোকসভা নির্বাচনের আগেই আবগারি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন আম আদমি দলের প্রধান কেজরিওয়াল। নির্বাচনের মাঝামাঝি সময়ে সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন নিয়েছিলেন তিনি।

অসুস্থতার কারণ দেখিয়ে গতকাল (৫জুন) বুধবার জামিনের মেয়াদ ৭ দিন বাড়ানোর আবেদন করেছিলেন কেজরিওয়াল। কিন্তু জামিনের মেয়াদ বাড়ানোর এই আবেদন খারিজ হয়ে গেছে। এর আগে জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করে কারাগারে ফিরে গিয়েছিলেন তিনি।

আম আদমি পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে জেলে বসেই সরকার চালাবেন তাদের নেতা।

ভারতের আইন অনুযায়ী, অন্তত ২৫টি ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সই ছাড়া মন্ত্রী ও কর্মকর্তারা সরাসরি উপ-রাজ্যপালের কাছে ফাইল পাঠাতে পারবেন না। ফাইল পাস না হলে সিদ্ধান্তও কার্যকর করতে পারবে না দিল্লির সরকার।

এমন অবস্থায় দিল্লির সরকার পরিচালনা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এ অবস্থায় সরকারি কাজে বিঘ্ন ঘটার কারণ দেখিয়ে উপ-রাজ্যপাল কেন্দ্রের কাছে দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন