পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। গোপন নথি ফাঁস বা সাইফার মামলায় তার জামিন মঞ্জুর হয়েছে। এতে প্রশ্ন উঠছে তাহলে কী মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান। উত্তর হলো না। এখনই মুক্তি মিলছে না সাবেক এই তারকা ক্রিকেটারের। কারণ আরও কয়েকটি মামলায় গ্রেফতারে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
তাছাড়া ইমরনা খান আসন্ন ৮ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে পারবেন কি না তা নিয়েও কৌতূহল রয়েছে অনেকের মনে। কিন্তু নির্বাচনেও অংশ নিতে পারবেন না ইমরান খান। কারণ তোশাখানা মামলায় তিনি জামিনে থাকলেও রয়েছে ৩ বছরের কারাদণ্ড। এই মামলার সাজা স্থগিত হলেও এখন পর্যন্ত রায় স্থগিত হয়নি।