English

17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

কর্মীদের চাঙা করতে যুক্তরাজ্যে সাপ্তাহিক ছুটি এখন ৩ দিন

- Advertisements -

কর্মক্ষেত্রে পরীক্ষামূলকভাবে সপ্তাহে তিন দিন ছুটির সুযোগ চালু হয়েছে যুক্তরাজ্যে। অর্থাৎ দেশটির কর্মীদের এখন সপ্তাহে কাজ করতে হবে চার দিন। সোমবার (৬ জুন) থেকেই এ নিয়মে কাজ শুরু করেছেন দেশটির কর্মীরা।

সংশ্লিষ্টদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, এমন উদ্যোগে কর্মঘণ্টা কমে এলেও কর্মীরা আগের মতোই বেতন-ভাতাসহ অন্য সব সুযোগ-সুবিধা পাবেন। একটি পাইলট প্রকল্পের আওতায় নতুন এ কর্মপদ্ধতিতে কর্মীরা আগামী ছয় মাস সপ্তাহে তিন দিন ছুটি পাবেন।

প্রাথমিকভাবে যুক্তরাজ্যের ৭০টি কোম্পানির তিন হাজার ৩০০ কর্মী এ সুযোগ পাচ্ছেন। তবে স্বাভাবিক সময়ের মতোই তাদের শতভাগ কর্ম উৎপাদনশীলতা নিশ্চিত করতে।

যৌথভাবে ‘কমিউনিটি ফোর ডে উইক গ্লোবাল’ ও ‘ফোর ডে উইক ইউকে ক্যাম্পেইন’ নামে এ পাইলট প্রকল্প পরিচালনা করছে কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বোস্টন কলেজের গবেষকরা।

‘প্রেশার ড্রপ ব্রিউইং’ নামে লন্ডনের একটি কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার সিয়েনা ও’রর্ক সংবাদমাধ্যম সিএনএনকে জানান, তাদের প্রধান লক্ষ্য কর্মীদের মানসিক ও শারীরিক সুস্থতার উন্নতি। সিয়েনা বলেন, করোনা মহামারি আমাদের কাজ, কর্মক্ষেত্র ও কর্মীদের নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে। আমরা আমাদের কর্মীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি বিশ্বের একটি প্রগতিশীল পরিবর্তনের অংশ হতে এই পরীক্ষামূলক প্রকল্পে অংশ নিয়েছি।

এর আগে ২০১৫ ও ২০১৯ সালে কর্মক্ষেত্রে সপ্তাহিক কর্মঘণ্টা কমিয়ে আনার সবচেয়ে বড় দুটি পাইলট প্রকল্প চালু করে আইসল্যান্ড। এতে অংশ নেয়া কর্মীদের মধ্যে কর্ম উপাদনশীলতায় কমতি যেমন দেখা যায়নি, তেমনি বেড়ে যায় তাদের সুস্থ থাকার হার ও জীবনমান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন