বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, কোভিড-১৯ এর চেয়েও বিপজ্জনক ভাইরাস হল তৃণমূল কংগ্রেস। আর এই ভাইরাসকে তাড়াতে বিজেপি ভ্যাকসিন প্রস্তুত আছে।
বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানার কলঞ্জলিতে অনুষ্ঠিত বিজেপির জনসভায় উপস্থিত থেকে এই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।
মমতা ব্যনার্জির দল তৃণমূল কংগ্রেসকে ভাইরাসের সাথে তুলনা টেনে দিলীপ বলেন, ‘করোনা ভ্যাকসিন এখনও ঠিকমতো আবিষ্কার হয়নি। ওষুধ আবিষ্কার হবে হবে করছে। কিন্ত তৃণমূল ভাইরাসকে তাড়াতে ইতিমধ্যেই ভ্যাকসিন তৈরি হয়েছে। আর সেটা হল বিজেপি।’
দিলীপ ঘোষের দাবী ‘তৃণমূূল ভাইরাসের আক্রমণে রাজ্যে ১৩২ জন বিজেপি কর্মী মারা গেছেন। দিদিমণি কাউকে কিছু দিতে পারেনি কেবল কেস (মামলা) দিচ্ছে। বিজেপি কর্মীদের বলছি যারা কেস দিচ্ছেন সেই তৃণমূল নেতা ও সেই পুলিশ কর্মকর্তাদের নাম লাল ডায়রিতে লিখে রাখুন। সব হিসাব বুঝে নিতে হবে।’
দিলীপের হুঁশিয়ারি বিজেপি ক্ষমতায় এলে তাদের কর্মীদের উপর সব হামলার হিসাব বুঝে নেবে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন