ভারতের তামিলনাড়ুতে মৃত সাপ চিবিয়ে খাওয়ার অপরাধে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি তাকে সাড়ে ৭ হাজার রুপি জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবারভাদিভেল (৫০) নামের ওই ব্যক্তির সাপ চিবিয়ে খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাকে গ্রেফতার করে পুলিশ।
ভিডিওতে দেখা যায়, একটি সাপ ধরে কামড়ে খাচ্ছেন ভাদিভেল। এ সময় তাকে বলতে শোনা যায়, কোভিডের সংক্রমণ থেকে বাঁচতে সাপ খাওয়া উচিত। কোভিড থেকে নিজেকে বাঁচাতে তাই সাপ খাচ্ছি।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই জেলা বনদফতরের কর্মকর্তারা পুলিশকে খবর দেন। তার পরই গ্রেফতার করা হয় ভাদিভেলকে। একইসাথে তাকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানাও করা হয়।
ওই বন কর্মকর্তা জানান, এটা অত্যন্ত বিপজ্জনক কাজ। এ ধরনের কাজে উৎসাহ দেওয়াটাও গুরুতর অপরাধ। এটা একটা মরা সাপ ছিল। অভিযুক্ত ব্যক্তিও মদ্যপ ছিলেন।