বিছানা গোছাতে গিয়েই দেখা পেলেন বিশাল এক সাপের। বিছানার ওপর পেতে রাখা কম্বলের নিচেই ছিল সাপটি। কম্বল ভাঁজ করতে যেতেই কালো দড়ির মতো লম্বা সাপ কম্বলের নিচ থেকে বেরিয়ে আসে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে।
ভয়ে কম্বল ফেলে ঘরের দরজা বন্ধ করে বেরিয়ে আসেন গৃহকর্ত্রী। সাপটি লম্বায় ছয় ফুট এবং বিষধর সাপ। সাপটির নাম ইস্টার্ন ব্রাউন। অস্ট্রেলিয়ার অন্যতম বিষধর সাপ ইস্টার্ন ব্রাউন। এই সাপের বিষে আক্রান্তের স্নায়ু, হৃদ্যন্ত্র, ফুসফুস কাজ করা বন্ধ করে দেয়। ফলে শ্বাসরুদ্ধ হয়ে মানুষ মারা যায়।
সাপ দেখতে পেয়েই উদ্ধারকারী সংস্থাকে খবর দেন ওই নারী। সাপ উদ্ধারকারী সংস্থার মালিক জ্যাকারি রিচার্ডস বলেন, ‘আমি যখন ওই নারীর বাড়িতে যাই, তখন আমরা দেখি তিনি ভয়ে ঘরের দরজা লাগিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন। তার মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। তিনি জানান, ঘরের ভেতরে বিশাল একটি সাপ আছে।’
এরপরই তারা দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করেন এবং সাপটি উদ্ধার করে নিয়ে যান। জ্যাকারি তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, যে সাপটি উদ্ধার করেছেন তার নাম ‘ইস্টার্ন ব্রাউন’। বাইরে প্রচণ্ড গরম থাকায় সাপটি ঘরের ভেতরে আশ্রয় নিয়েছিল।