সাগরে দুইটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সফর শেষে দক্ষিণ কোরিয়া ত্যাগ করার পর উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র ছোড়ে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়া এক সপ্তাহের মধ্যে তৃতীয় ধাপে এই ক্ষেপণাস্ত্র ছুড়ল। সাম্প্রতিক সময়ে পিয়ংইয়ং অস্ত্র পরীক্ষার গতি বাড়িয়েছে। পরমাণু শক্তি মেনে নিতে কিম জং উনের দেশ যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ পিয়ংগান প্রদেশের সানচোন থেকে দুইটি স্বল্প পাল্লার মিসাইল ছোড়ার ঘটনা শনাক্ত করেছেন তারা। পূর্ব উপকূলের দিকে রাত ৮টা ৪৮ মিনিটের দিকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
এদিকে সিউল সফরে এসে কমলা হ্যারিস এশিয়ার মিত্র দক্ষিণ কোরিয়াকে নিরাপত্তা নিশ্চিতে তাদের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করে।