বিষাক্ত কচ্ছপের মাংস খেয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও আছে। এছাড়া আরও তিনজন হাসপাতালে ভর্তি আছে। ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ তানজানিয়াতে। জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
সোমবার (৩০ নভেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, তানজানিয়ার দ্বীপ এবং উপকূলীয় এলাকায় বসবাসকারীদের কাছে কচ্ছপের মাংস একটি সাধারণ খাবার। কর্তৃপক্ষ এখন এলাকায় কচ্ছপ খাওয়া নিষিদ্ধ করেছে।
বিরল ক্ষেত্রে চেলোনিটক্সিজম নামে পরিচিত এক ধরনের খাদ্য বিষক্রিয়ার কারণে কচ্ছপের মাংস বিষাক্ত হতে পারে। এর সঠিক কারণ জানা যায়নি। তবে বিষাক্ত শেওলার সঙ্গে এর সম্পর্ক আছে বলে মনে করা হয়। কচ্ছপ এধরনের শেওলা কচ্ছপ খায়।