রাজস্থানের উদয়পুরে সম্প্রতি অনুষ্ঠিত চিন্তন শিবিরের সিদ্ধান্ত মেনে কংগ্রেসের হাল ফেরানোর পথ খুঁজতে মঙ্গলবার নতুন টাস্কফোর্স গঠন করলেন সভানেত্রী সোনিয়া গান্ধী। লক্ষণীয় বিষয় হচ্ছে, আট সদস্যের সেই টাস্কফোর্সে স্থান পাননি দলের সাবেক সভাপতি রাহুল গান্ধী।
২০২৪-এর লোকসভা নির্বাচনের কৌশল নির্ধারণের উদ্দেশ্যে গঠিত আট সদস্যের টাস্কফোর্সে রয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের সাবেক সহযোগী সুনীল কানুগোলু। অন্যদের মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, পি চিদাম্বরম, মুকুল ওয়াসনিক, জয়রাম রমেশ, অজয় মাকেন, রণদীপ সিংহ সুরজেওয়ালা এবং কে সি বেণুগোপাল।
টাস্কফোর্সের পাশাপাশি রাজনৈতিক বিষয়ক কমিটি এবং আগামী ২ অক্টোবরের কাশ্মীর থেকে কন্যাকুমারী ‘ভারত জোড়ো যাত্রা’ সমন্বয় কমিটিও গঠন করেছেন সোনিয়া। রাজনৈতিক বিষয়ক কমিটিতে রাহুলের পাশাপাশি রয়েছেন কংগ্রেসের বিক্ষুব্ধ নেতা হিসেবে পরিচিত ‘জি-২৩’ গ্রুপের দুই সদস্য গোলাম নবি আজাদ ও আনন্দ শর্মা।
একের পর এক নির্বাচনী বিপর্যয়ে বেহাল ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেসের। কোণঠাসা দলটিকে ঘুরে দাঁড়ানোর দিকনির্দেশনা দিতে গত সপ্তাহে রাজস্থানের উদয়পুরে আয়োজিত হয় তিন দিনের চিন্তন শিবির।